ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বাণিজ্যমেলা

ঠাকুরগাঁওয়ে শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
ঠাকুরগাঁওয়ে শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন। ছবি: বাংলানিউজ

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে।

শুক্রবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন বাবু ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এ মেলার আয়োজনে করে।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি মোদাচ্ছের হোসেন, সাবেক সভাপতি আব্দুস সালাম হাওলাদার, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু প্রমুখ।  

মেলায় কারুপণ্যসহ বিভিন্ন শিল্পের শতাধিক স্টল স্থান পেয়েছে।  এছাড়াও শিশুদের ও বিনোদনের জন্য রয়েছে বেশ কয়েকটি রাইডার, মোটরসাইকেল খেলা।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।