ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ট্রাইব্যুনাল

অন্ধ সংস্থার নেতা ইদ্রিস হত্যায় দুইজনের যাবজ্জীবন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
অন্ধ সংস্থার নেতা ইদ্রিস হত্যায় দুইজনের যাবজ্জীবন

ঢাকা: জাতীয় অন্ধ সংস্থার টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে অন্ধ ইদ্রিস আলীকে হত্যার দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও একবছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।  

বুধবার (০৮ নভেম্বর) ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- নাছিমা আক্তার পারভীন (৩৫) ও চুন্নু সরদার (৪০)।

 

এছাড়া রায়ে অপর আসামি রনিকে ৭ বছর কারাদণ্ড অনাদায়ে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের দণ্ড দেওয়া হয়েছে।  

অভিযোগ সন্দোহীতভাবে প্রমাণিত না হওয়ায় অন্ধ আইয়ুব আলী ও অন্ধ মিনহাজকে বেকসুর খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল।  

মামলার এজহার অনুযায়ী, ২০১১ সালের ৬ জুলাই দুপুরে রাজধানীর চকবাজার থানায় এলাকায় অন্ধ সংস্থার কার্যালয়ে ডেকে নিয়ে ইদ্রিস আলীকে হত্যা করা হয়।  

এ ঘটনায় নিহতের মেয়ে বিলকিস বেগম বাদী হয়ে চকবাজার থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১৪ সালের ১ ডিসেম্বর আদালতে চার্জশিট জমা দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এমআই/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্রাইব্যুনাল এর সর্বশেষ