বুধবার (০৮ নভেম্বর) ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- নাছিমা আক্তার পারভীন (৩৫) ও চুন্নু সরদার (৪০)।
এছাড়া রায়ে অপর আসামি রনিকে ৭ বছর কারাদণ্ড অনাদায়ে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের দণ্ড দেওয়া হয়েছে।
অভিযোগ সন্দোহীতভাবে প্রমাণিত না হওয়ায় অন্ধ আইয়ুব আলী ও অন্ধ মিনহাজকে বেকসুর খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল।
মামলার এজহার অনুযায়ী, ২০১১ সালের ৬ জুলাই দুপুরে রাজধানীর চকবাজার থানায় এলাকায় অন্ধ সংস্থার কার্যালয়ে ডেকে নিয়ে ইদ্রিস আলীকে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের মেয়ে বিলকিস বেগম বাদী হয়ে চকবাজার থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১৪ সালের ১ ডিসেম্বর আদালতে চার্জশিট জমা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এমআই/এমএ