ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ট্রাইব্যুনাল

ভাটারায় ৩ পু্লিশসহ চারজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, জুন ৫, ২০১৮
ভাটারায় ৩ পু্লিশসহ চারজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

ঢাকা: চাঁদাবাজির অভিযোগ এনে রাজধানীর ভাটারা থানার এক উপ-পরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ ও এক আনসার সদস্যের বিরুদ্ধে ঢাকার আদালতে এক নালিশি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (০৫ জুন) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন ভাটারা থানার বারিধারা এলাকার চা-পান দোকানি মাকসুদা বেগম।

 মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন টিপুর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন।

আসামি করা হয়েছে- ভাটারা থানার এসআই হাসান মাসুদ, কনস্টেবল জাকির (ড্রাইভার), অজ্ঞাতানা আরও এক কনস্টেবল ও এক আনসার সদস্য।

মামলায় বলা হয়, বারিধারা জে-ব্লকের ২০ নম্বর রোডে মাকসুদা বেগমের চা-পান ও সিগারেটের দোকান ছিল।  

গত ৩০ মে আসামিরা বাদীর দোকানে গিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। বাদী টাকা দিতে অস্বীকার করলে দোকান ভাঙচুর করা হয়। এতে তার ৬ হাজার টাকার ক্ষতি হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জুন ০৫, ২০১৮
এমআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্রাইব্যুনাল এর সর্বশেষ