মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত কামরুল জেলা সদর উপজেলার চর বনবাড়ীয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল হামিদ লাভলু বাংলানিউজকে জানান, ১৯৯৮ সালে বনবাড়ীয়া গ্রামের আবুল হোসেনের ছেলে কামরুলের সঙ্গে পৌর এলাকা দিয়ারধানগড়ার আব্দুল আজিজে মেয়ে মুন্নী খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্ত্রী মুন্নীর পরিবারের কাছে যৌতুক দাবি করে আসছিল কামরুল। এরই একপর্যায়ে যৌতুক দিতে অস্বীকার করায় ২০১২ সালের ১২ জুলাই ভোরে নিজ বাড়িতে মুন্নীকে মারপিট ও গলাটিপে হত্যা করে পাষণ্ড স্বামী কামরুল। এ ঘটনায় মুন্নীর বোন পারুল বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আসামির উপস্থিতিতে মঙ্গলবার এ রায় দেন।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
এসআরএস