ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ট্রাইব্যুনাল

বরগুনায় অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
বরগুনায় অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন

বরগুনা: বরগুনার বেতাগী উপজেলার অস্ত্র মামলায় সজিব খান নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে অস্ত্র আইনের আরেকটি ধারায় তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

রোববার (১৫ মার্চ) দুপুরে বরগুনার স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক এইএম ইসমাইল হোসেন এ রায় দেন। এসময় আদালতে আসামি উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত সজিব বেতাগী উপজেলার উত্তর করুনা গ্রামের শাহাজান হাওলাদারের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৪ সালের ৩ জানুয়ারি বরগুনার বেতাগী উপজেলার কাজিরহাট বাজারে নান্নু নামে একটি ভাতের হোটেলে অভিযান চালিয়ে নাইন এমএম একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি জব্দসহ সজিব আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে বরগুনার টাউন হল বাস স্টেশন এলাকার একটি বাসা থেকে আরও একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়। এরপর একই বছরের ২০ মে সজিবকে অভিযুক্ত করে একটি চার্জশিট (অভিযোগপত্র) গঠন করা হয়।  

সাক্ষ্য প্রমাণ ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় রোববার এ রায় ঘোষণা করেন আদালত।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্রাইব্যুনাল এর সর্বশেষ