ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরা ছাড়লেন অমিত শাহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, মে ৭, ২০১৭
ত্রিপুরা ছাড়লেন অমিত শাহ

আগরতলা: দু’দিনের সফর শেষে সন্ধ্যায় দিল্লি ফিরলেন বিজেপি সভাপতি অমিত শাহ।

ত্রিপুরা সফরের দ্বিতীয় দিন রোববার (৭ মে) হেলিকপ্টারযোগে প্রথমে যান গোমতী জেলার উদয়পুরে। সেখানে ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা দিয়ে চলে যান ঊনকোটি জেলার কুমারঘাট।

একটি জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অমিত।

অমিত শাহ বক্তব্যে বলেন, রাজ্যে বামফ্রন্ট থাকবে না বিজেপি সরকার গঠন করা দরকার তা এখনই জনগণকে স্থির করতে হবে। বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের ব্যাপক উন্নয়ন হবে। বামফ্রন্টের দীর্ঘ শাসনে জনগণের উন্নয়ন হয়নি।

কুমারঘাট থেকে ফিরে দুপুরে অমিত শাহ যখন আগরতলার এক আদিবাসী ব্যক্তির বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেন তখন সঙ্গে ছিলেন হেমন্ত বিশ্বশর্মাসহ রাজ্য নেতারা।

ভোজ শেষে তিনি রাজধানীর কৃষ্ণনগরে বিজেপির ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে যান। সেখানে দলের কর্মী-সমর্থকরা তাকে পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানান। কিছুক্ষণ দলীয় কার্যালয়ে কাটিয়ে ফের চলে যান স্টেট গেস্ট হাউসে। সেখান থেকে সন্ধ্যার ফ্লাইটে রওয়ানা দেন দিল্লির উদ্দেশে।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এসসিএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।