বিদ্যালয় শিক্ষা দফতরের উদ্যোগে মঙ্গলবার (৯ মে) দুপুরে রবীন্দ্রশতবার্ষিকী ভবনে অনুষ্ঠানের শুরু হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষা দফতরের মন্ত্রী তপন চক্রবর্তী, তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী ভানু লাল সাহা, আগরতলা পুরনিগমের মেয়র ড. প্রফুল্লজীৎ সিনহা প্রমুখ।
শুরুতে মঞ্চে উপস্থিত অতিথিরা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। শিল্পীরা রবীন্দ্র নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে রাজ্য সরকারের পক্ষ থেকে এ বছরের রবীন্দ্র পুরস্কারে ভূষিত করা হয় বিশিষ্ট প্রাবন্ধিক সুবিমল রায় ও লেখক নরেশ চন্দ্র দেববর্মাকে।
ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকেও তিন দিনব্যাপী রবীন্দ্রজয়ন্তী উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মে ০৯, ২০১৭
এসসিএন/ওএইচ/এএ