ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার ৫ দফা দাবিতে শিক্ষকদের গণডেপুটেশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
ত্রিপুরার ৫ দফা দাবিতে শিক্ষকদের গণডেপুটেশন ত্রিপুরার ৫ দফা দাবিতে শিক্ষকদের গণডেপুটেশন

আগরতলা: পাঁচ দফা দাবিতে ত্রিপুরা এসএসএ টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে গণডেপুটেশনে করা হয়েছে।

দাবিগুলো মধ্যে রয়েছে- সর্ব শিক্ষা প্রকল্পে নিযুক্ত ত্রিপুরা রাজ্যের সকল শিক্ষকদেরকে নিয়মিত করা, প্রাইমারি ও আপার প্রাইমারি শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধি করে ট্রেনিংয়ের ব্যবস্থা করা, সর্ব শিক্ষায় নিযুক্ত সকল অশিক্ষক কর্মচারীদের নিয়মিতকরণ।

সোমবার (২৪ জুলাই) সংগঠনের প্রতিনিধিরা প্রথমে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে জড়ো হন।

সেখান থেকে মিছিল করে অফিস লেনের শিক্ষা দফতরের অফিসের সামনে যায়। এ সময় প্রতিনিধি দল প্রজেক্ট ডিরেটর কুন্তল দাসের হাতে তাদের দাবিগুলোর সনদ তুলে দেয়।

গণডেপুটেশন শেষে সংগঠনের সম্পাদক সংবাদিকদের বলেন, ‌ ‘তারা পাঁচ হাজারের অধিক সংখ্যায় শিক্ষক ও অশিক্ষক রয়েছেন। রাজ্য সরকার যদি তাদের দাবি না মানে, তবে ৯ আগস্ট থেকে তারা আমরণ অনশন কর্মসূচিতে যাবেন। ’

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
এসসিএন/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।