যখনকার ঘটনা তখনই প্রকাশ করা বাংলানিউজের অন্যতম বৈশিষ্ট্য। ত্রিপুরাবাসী এতোদিন সেটা দেখেছেন।
রোববার (৩০ জুলাই) সকালে সেই পেজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হবে।
ত্রিপুরার রাজধানী আগরতলার শহীদ ভগৎ সিং যুব আবাসের কনফারেন্স হলে এ উপলক্ষে একটি আড্ডা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন বাংলানিউজের এডিটর ইন চিফ আলমগীর হোসেন, ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র কর, ডিআইজি ও লেখক অরিন্দম নাথ, তথ্য ও সংস্কৃতি দপ্তরের ডিরেক্টর মৃণাল কান্তি নাথসহ রাজ্যের উদ্যোক্তা, লেখক প্রমুখ।
সব সময় বৈচিত্র্যানুসন্ধানী বাংলানিউজের রয়েছে ইংরেজি ভার্সনও। ত্রিপুরা পেজে থাকবে বৈচিত্র্যময় এ রাজ্যের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য, অনিয়ম-দুর্নীতি, পর্যটন সম্ভাবনা-সমস্যা, বৈদেশিক বাণিজ্যসহ সব খবর।
এ উদ্যোগে বিভিন্ন সময় বাংলানিউজ পাশে পেয়েছে রাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্ব, উদ্যোক্তা, ব্যবসায়ীসহ অতিথিপরায়ণ সাধারণ মানুষের।
বাংলানিউজের নতুন এ উদ্যোগে ত্রিপুরাবাসীকে পাশে পেয়েছে, আগামীতেও পাশে এ প্রত্যাশায় যাচ্ছে এগিয়ে।
বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
এএ