রিয়াদ: বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসলমানরা সারাদিন আরাফাতের ময়দানে অবস্থানের পর সূর্যাস্থের সঙ্গে সঙ্গে মুজদালিফার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আরাফাতের ময়দান থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে মুজদালিফা।
গাড়িতে ও পায়ে হেঁটে সেখানে গিয়ে রাতে খোলা আকাশের নিচে রাত্রিযাপন করবেন হাজিরা।
মুজদালিফায় রাত্রীযাপন শেষে ফজরের নামাজ আদায় করে হাজিরা ট্রেনে, গাড়ি ও হেঁটে মিনায় যাবেন এবং নিজ নিজ তাঁবুতে ফিরবেন।
সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার আগে (দুপুরের আগে) জামারাতুল আকাবায় (বড় প্রতীকী শয়তান)-কে ৭টি পাথর নিক্ষেপ করবেন তারা।
জামরাতুল আকাবায় পাথর নিক্ষেপের পর আল্লাহর সন্তুষ্টির আশায় হাজিরা পশু কোরবানি করবেন। এরপর মাথা মুণ্ডন করে এহরাম খুলে পোশাক পড়বেন হাজিরা। একে তাহাল্লুলে আসগর বলা হয়।
তারপর তাওয়াফে ইফাদা (কাবাঘর তাওয়াফ) এবং সায়ী (সাফা-মারওয়ায় সাত চক্কর) শেষ করে ফের মিনায় ফিরে যাবেন।
১১ ও ১২ জিলহজ (রোব এবং সোমবার) মিনায় অবস্থান করে সূর্য হেলে পড়ার পর প্রতিদিন ছোট, মধ্য ও বড় জামারায় পাথর নিক্ষেপ করে ১২ তারিখ সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করবেন হাজিরা।
যারা ১২ তারিখ সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করতে পারবেন না, তারা ১৩ তারিখ মঙ্গলবার সূর্যাস্তের আগ পর্যন্ত মিনায় অবস্থান করবেন এবং জামারায় ১১ ও ১২ তারিখের মতো পাথর নিক্ষেপ করবেন।
এরপর বুধবার মক্কায় অবস্থান করে বিদায়ী তাওয়াফ সম্পন্ন করে স্বদেশ প্রত্যাবর্তন করবেন হাজিরা। আর যারা মদীনা জিয়ারত করবেন না তারা মদীনার উদ্দেশে মক্কা ত্যাগ করবেন।
এর আগে দুপুর ১২টার দিকে আরাফাতে অবস্থিত মসজিদ নামিরা থেকে খুতবা প্রদান করেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আল শায়খ।
** বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
** খুতবা চলছে আরাফাত ময়দানে
** লাব্বায়েক ধ্বনিতে প্রকম্পিত আরাফাত ময়দান
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৪