দুবাই: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীর মদিনা যায়েদে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদ গঠন করা হয়েছে।
গত শনিবার (২২ নভেম্বর) স্থানীয় সেন্ট মেরিন হোটেলে এক আলোচনা সভা শেষে এ কমিটি গঠন করা হয়।
আলমগীর নিলয়কে আহ্বায়ক ও নিজাম উদ্দীনকে সদস্য সচিব করে ১৩ সদস্যের এ কমিটি গঠন করা হয়।
মদিনা যায়েদে সংগঠনের বিভাগীয় শাখা গঠন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আমিরাত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদের আহ্বায়ক এরশাদুল হক।
সৈয়দ মোহাম্মদ মঞ্জুর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন প্রবাসী কমিনিউটি নেতা ও সংগঠক মোহাম্মদ ছালেহ। বিশেষ অতিথি ছিলেন সংগঠক বেলায়েত হোসেন হিরো ও জাহাঙ্গীর কবীর বাপ্পী।
সভায় বক্তব্য রাখেন কে এম আনিছুর রহমান মঞ্জু, জসীম উদ্দীন, ওসমান গনি বাবুল, আজিজুর রহমান চৌধুরী, কামরুল হাসান রাকিব, মফিজুল হাসান সুমন, মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু ও মোহাম্মদ আজম প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৫৫০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৪