ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

সৌদি আরব

দেশে আইন-শৃঙ্খলা বলতে কিছু নাই

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪
দেশে আইন-শৃঙ্খলা বলতে কিছু নাই ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: দেশে আইন-শৃঙ্খলা বলতে কিছুই নাই। তাই প্রবাসীদের দেশে ফেরার ইচ্ছা থাকলেও ফিরতে পারছেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।



সম্প্রতি সৌদি ‍আরবের জেদ্দা মহানগর বিএনপি আয়োজিত বিজয় দিবসের এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির এ নেতা।

মওদুদ বলেন, সন্ত্রাসী ও চাঁদাবাজির ভয়ে দেশে ফিরতে পারছেন না প্রবাসীরা। দেশে একদলীয় শাসন চলছে বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহবায়ক আলহাজ আব্দুর রহমান,  এস এম  সেলিম রেজা প্রমুখ।  

এ অনুষ্ঠানে আওয়ামী লীগের কয়েকশ’ নেতাকর্মী বিএনপিতে যোগদান করলে ব্যারিস্টার মওদুদ আহমদ তাদের অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ২৩ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ