ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

সৌদি আরব

কূটনৈতিকদের সম্মানে রাষ্ট্রদূতের নৈশ্যভোজ

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫
কূটনৈতিকদের সম্মানে রাষ্ট্রদূতের নৈশ্যভোজ

রিয়াদ: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সৌদি আরবে কর্মরত বিভিন্ন দেশের কূটনৈতিক এবং প্রবাসী বিশিষ্ট নাগরিকদের সম্মানে নৈশ্যভোজের আয়োজন করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ।

রোববার (২৯মার্চ) রাতে ডিপ্লোম্যাটিক কোয়াটারে অবস্থিত তোয়াইক প্যালেসে এ নৈশ্যভোজের আয়োজন করেন তিনি।



নৈশভোজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদের গভর্নর যুবরাজ ফয়সাল বিন বানদার বিন আব্দুল আজিজ আল সৌদ।

রাত ৯টার দিকে রিয়াদের গভর্নর অনুষ্ঠানস্থলে পৌঁছালে সেখানে তাকে স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, মিসেস মসিহ, দূতাবাসের ডিফেন্স এটাচি ব্রিগেডিয়ার জেনারেল ফারুকুল ইসলাম, মিসেস ফারুকুল ইসলাম, কার্যালয় প্রধান মোহাম্মদ আইয়ুব, মিসেস আইয়ুব সহ দূতাবাসের উচ্চপর্যায়ের কর্মকর্তারা।

গভর্নর যুবরাজ ফয়সাল বিন বানদার বিন আব্দুল আজিজ আল সৌদ এবং রাষ্ট্রদূত গোলাম মসিহ কুশল বিনিময় শেষে অপেক্ষমাণ বিভিন্ন দেশের কূটনৈতিক, বিভিন্ন শ্রেণী-পেশার প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে নিয়ে কেক কাটেন।

এর আগে দুদেশের জাতীয় সংগীত বাজানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ