ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

সৌদি আরবে বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্ব

মোহাম্মদ আল-আমীন, সৌদি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, মে ৬, ২০১৫
সৌদি আরবে বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্ব

রিয়াদ: ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৪ সেশনে এ লেভেল এবং (আইজিসিএসই) ও লেভেল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল করেছেন সৌদি আরবের জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল’র ইংরেজি শাখার বাংলাদেশি শিক্ষার্থীরা।

ও লেভেলে উচ্চতর গণিতে ওয়ার্ল্ড মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন বাংলাদেশি শিক্ষার্থী মো. তানভীর মাহতাব।

সেই সঙ্গে হিসাববিজ্ঞানে দ্বিতীয় স্থান অধিকার করেছেন আমাল নামে অপর এক বাংলাদেশি শিক্ষার্থী।

এ ছাড়া এ লেভেল এবং ও লেভেলে মোট আটটি বিষয়ে ওয়ার্ল্ড মেধা তালিকায় স্থান পেয়েছে একই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা হলেন ফারজানা ও তাছনিম।
সম্প্রতি কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারীদের সম্মানে স্থানীয় একটি হোটেলে সংর্বধনা দিয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এ কে এম শহিদুল করিম।

বিশেষ অতিথি ছিলেন কনসাল (শিক্ষা ও শ্রম) রেজা-ই- রাব্বি প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন মাহমুদ, পর্ষদ সদস্য মো. ইলিয়াস, মো. ইয়াহিয়া চৌধুরী, ডা. মো. মাহবুব উল্লাহ, মো. আতিকুল ইসলাম আলভি, মো. মুসা খান।

সুমাইয়া আব্দুল জলিল ও সামিহা ইউসুফের প্রাণবন্ত উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ শ্রীলংকান নাগরিক মাজাজিয়া মোবারক এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবদুল কাইয়ুম।

পরে ওয়ার্ল্ড মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সোনার মেডেল ও ক্রেস্ট দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, মে ০৬, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ