ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

সাংবাদিকদের উপর হামলার বিচার দাবিতে রিয়াদে প্রতিবাদ সভা

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩১ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
সাংবাদিকদের উপর হামলার বিচার দাবিতে রিয়াদে প্রতিবাদ সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: পেশাগত দায়িত্ব পালনকালে প্রবাসী সাংবাদিকদের উপর হামলাকারী সন্ত্রাসীদের বিচারের দাবিতে সৌদি আরব আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বরাবর স্মারকলিপি দিয়েছে সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরাম।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের (প্রসাফ) সভাপতি মোহাম্মদ আবুল বশিরের নেতৃত্বে  রাষ্ট্রদূত গোলাম মসিহ’র কাছে স্মারকলিপি প্রদান করা হয়।



রিয়াদ দূতাবাসের কার্যালয় প্রধান মনিরুল ইসলাম, প্রসাফের সহসভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন লিটন, অর্থ সম্পাদক আলহাজ্ব আবু সাইদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল-আমীন, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম হৃদয়, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম অপুর্ব, সদস্য আবুল কালাম আজাদ লিটন, আরটিভির দাম্মাম প্রতিনিধি আব্দুল মজিদ সুজন, বাংলা ভিশনের দাম্মাম প্রতিনিধি রানা রহমান, আরাফাত বিন সাইদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

পরে স্মারকলিপি গ্রহণ করে রাষ্ট্রদূত তদন্ত করে দোষীদের বিচারের মুখোমুখি করার প্রতিশ্রুতি দেন। এদিকে একই দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রসাফের অস্থায়ী অফিসে এক প্রতিবাদ সভা সংগঠনের সভাপতি আবুল বশিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক সোহরাব হোসেন লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, অর্থ সম্পাদক আলহাজ্ব আবু সাইদ, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল-আমীন, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম হৃদয়, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম অপুর্ব, তথ্য-প্রযুক্তি সম্পাদক আব্দুল হালিম নিহন, আরটিভির দাম্মাম প্রতিনিধি আব্দুল মজিদ সুজন, বাংলা ভিশনের দাম্মাম প্রতিনিধি রানা রহমান, সদস্য আবুল কালাম আজাদ লিটন প্রমুখ।

উল্লেখ্য বুধবার (১৭ জুন) সৌদি আরবের দাম্মামে সফরত সিনিয়র সচিব (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সংবাদ সংগ্রহের জন্য আইরিস’র দাম্মাম এপিসিতে আইরিস কর্পোরেশন বারহাডের আমন্ত্রণে সংবাদ সংগ্রহ করতে যান আরটিভির দাম্মাম প্রতিনিধি আব্দুল মজিদ সুজন, বাংলা ভিশনের দাম্মাম প্রতিনিধি রানা রহমান এবং এশিয়ান টিভির দাম্মাম প্রতিনিধি গোলাম কিবরিয়া।

সিনিয়র সচিব মোজাম্মেল হক খানের নেতৃত্বে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা আইরিস অফিস পরিদর্শন শেষ করার পর পরই আগে থেকে উৎ পেতে থাকা মোজাম্মেল, আইয়ুব আলী খান, নাসির উদ্দিন মাহমুদ এবং বদ্দা বাবুলের নেতৃত্বে ২০/২৫জনের একটি সন্ত্রাসী দল সাংবাদিকদের উপর হামলা চালায়।

এ সময় সন্ত্রাসীরা সুজনকে মারধর করে এবং তার ক্যামেরা, আরটিভির লোগো ভেঙ্গে ফেলে।

বাংলাদেশ সময়: ০৬১২ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ