ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

রিয়াদে এমআরপি কার্যক্রম পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলক

মোহাম্মদ আল-আমীন, সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, জুন ২০, ২০১৫
রিয়াদে এমআরপি কার্যক্রম পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: সৌদি আরবের রিয়াদে দূতাবাসের মেশিন রিডেবল পাসপোর্ট কার্যক্রম পরিদর্শন করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শনিবার (২০ জুন) বেলা ১১টার দিকে রিয়াদের শিফাস্থ কনস্যুলার ভবনে তিনি এমআরপি কার্যক্রমের অগ্রগতির খোঁজ খবর নেন।

রিয়াদ দূতাবাসের একটি সূত্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ সহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব আসেন। শনিবার রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, জুন ২০, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ