ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

সৌদি আরব

রিয়াদে বরগুনা অ্যাসোসিয়েশনের ইফতার

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
রিয়াদে বরগুনা অ্যাসোসিয়েশনের ইফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: প্রবাসী বরগুনা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) রিয়াদের হারা কোকোপাম রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মোহাম্মদ আব্দুস সালাম।

প্রবাসী বরগুনা অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদে বাংলাদেশ দূতাবাসের সদ্যবিদায়ী কার্যালয় প্রধান মোহাম্মদ আইয়ুব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কার্যালয় প্রধান মনিরুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মিজানুর রহমান, ঢাকা ধানমন্ডি ক্লাবের সভাপতি শফিকুল আলম ফিরোজ, বরিশাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার আরিফুর রহমান, দূতাবাসের কাউন্সিলর খাইরুল আলম, বিমান বাংলাদেশের রিয়াদ রিজিওনাল ম্যানেজার হেলাল উদ্দিন, দূতাবাসের প্রথম সচিব (শ্রম) নুর মোহাম্মদ মাসুম প্রমুখ।

বরিশাল অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা প্রকৌশলী নুরুল ইসলাম পান্না, বরিশাল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি গোলাম মহিউদ্দিন, উপদেষ্টা সারওয়ার মৃধা, প্রবাসী ঢাকা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবুল, প্রবাসী বরগুনা অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মনিরুল ইসলাম, উপদেষ্টা প্রফেসর আফজাল হোসাইন, সাধারণ সম্পাদক ফেরদৌস হক প্রিন্স, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান কুদ্দুস, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোহাম্মদ আলী নুর, আওয়ামী পরিষদের সহ-সভাপতি গাজী সাঈদ, সাধারণ সম্পাদক এম আর মাহবুব, রিয়াদ কেন্দ্রীয় যুবলীগের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ রিয়াদ (বাংলা) শাখার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডাক্তার জাকিউল হাসান, ভাইস চেয়ারম্যান কৃষিবিদ শামিম আবেদীন, সাবেক সভাপতি ফিরোজ খান, প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, বিএনপি নেতা মিজানুর রহমান কমল, আব্দুল গফুর, প্রফেসর মাহবুব, প্রফেসর খাদেমুল ইসলাম, প্রকৌশলী কামরুজ্জামান, প্রকৌশলী জিয়াউল হক, প্রকৌশলী কবির হোসেন, প্রকৌশলী আব্দুর রউফ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার কাজী মাসুদুর রহমান, প্রধান উপদেষ্টা নিয়াজ মোহাম্মদ খান, পলাশ, নেছার আকন্দসহ রিয়াদ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেণিপেশার প্রবাসীরা এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে (ইফতারের পর) প্রবাসী বরগুনা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের সদ্যবিদায়ী কার্যালয় প্রধান মোহাম্মদ আইয়ুব ও সদ্য নিয়োগপ্রাপ্ত কার্যালয় প্রধান মনিরুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
এসএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ