রিয়াদ: সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের উদ্যোগে বৃহস্পতিবার (২ জুলাই) হারাস্থ কোকোপাম রেস্টুরেন্টে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল-আমীন ও দফতর সম্পাদক মামুনুর রশীদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইকবাল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক প্রকৌশলী আফসারুল আলম, বাংলাদেশ পণ্য আমদানিকারক সমিতির সভাপতি কাপতান হোসেন, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল রিয়াদ বাংলা শাখার সাবেক চেয়ারম্যান ফিরোজ খান, বিশিষ্ট কবি ও সাহিত্যিক শাহজাহান চঞ্চল, প্রবাস বাংলা মিডিয়া লিমিটেডের পরিচালক লোকমান খান, শ্যাডোর প্রধান উপদেষ্টা আবুল খায়ের, রংধনুর উপদেষ্টা আবুল হাসান, ফারুক আহমেদ চান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্যাডোর উপদেষ্টা নাজিম উদ্দিন, রংধনুর পৃষ্টপোষক বকুল খান, বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন বেপারি, রুহুল আমিন বাবুল, মামুনুর রশিদ, জাহাঙ্গীর আলম হৃদয়, অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম নিহন, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিমুল, অর্থ সম্পাদক আসিফ মাহমুদ আপেল, ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম অপূর্ব, ক্রীড়া সম্পাদক পারভেজ মারুফ, প্রচার সম্পাদক ওমর ফারুক, সমাজকল্যাণ সম্পাদক সাহাদাত হোসেন, সহ আন্তর্জাতিক সম্পাদক সাদ্দাম হোসেন, সহ অর্থ সম্পাদক সোহেল আলম, সহ ক্রীড়া সম্পাদক রুবেল হোসেন, সহ তথ্য সম্পাদক ওয়াসিম হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন হাফেজ মাহবুবুর রহমান দিদার।
বাংলাদেশ সময়: ০৪৪৩ ঘন্টা, জুলাই ০৩, ২০১৫
এএসআর