ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

সৌদি আরব

১৫-১৮ জুলাই রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস বন্ধ

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
১৫-১৮ জুলাই রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস বন্ধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৫ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার (৯ জুলাই) দূতাবাসের কার্যালয় প্রধান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।



নোটিশে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস আগামী ১৫-১৮ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। ১৯ জুলাই থেকে অফিস যথারীতি খোলা থাকবে।

এদিকে জেদ্দা কনস্যুলেটের একজন কর্মকর্তা বাংলানিউজকে জানান, জেদ্দা কনস্যুলেটে ঈদের ছুটির ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি।

ঈদুল ফিতরের ছুটি রিয়াদ দূতাবাসকে অনুসরণ করেই হবে জানিয়ে তিনি বলেন, আগামী রোববার এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।

বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ