রিয়াদ: দীর্ঘ প্রতীক্ষার পর সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি।
প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু স্কুল ভবন নির্মাণের জন্য সরকারি অনুদানের প্রতিশ্রুতি দেন।
স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ চেয়ারম্যান কাজী নেয়ামুল বশির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ ও জেদ্দার কনসাল জেনারেল একেএম শহিদুল করিম।
কনস্যুলেটের কাউন্সিলর (শ্রম) মোকাম্মেল হোসেন, কনসাল (ভিসা) আজিজুর রহমান, কার্যালয় প্রধান জাকারিয়া বিশ্বাস, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল জেদ্দার বাংলা ও ইংলিশ শাখার পরিচালনা পর্ষদ সদস্যসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা এসময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
এএ