রিয়াদ: ২০১৫ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফলে সৌদি আরবের দু’টি কেন্দ্রে ১২২ পরীক্ষার্থী পাস করেছেন। বরাবরের মতো ফলাফলে সাফল্য ধরে রেখেছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ জেদ্দা বাংলা শাখা।
রোববার (০৯ আগস্ট) একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর ৭৭ শিক্ষার্থী অংশ নেন। এরমধ্যে পাশ করেছেন ৭৫জন।
বিজ্ঞান বিভাগ থেকে একজন, বাণিজ্যে ৯ এবং মানবিক শাখায় ৪জন করে মোট জিপিএ-৫ পেয়েছেন ১৪ শিক্ষার্থী।
এদিকে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে এবারও পিছিয়ে আছে রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। এই কেন্দ্রে ৪৮ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। পাস করেছেন ৪৭ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন মাত্র একজন।
অভিভাবকরা বলছেন, পাশের হার বেশি ঠিকই। কিন্তু জিপিএ-৫ আরও বাড়তে পারতো।
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
এমএ