ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

মদীনায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
মদীনায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু আমবার আলী

রিয়াদ : সৌদি আরবের মদীনায় সড়ক দুর্ঘটনায় আমবার আলী (৫২) নামে এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে মদীনার কোরবান রোডে এই দুর্ঘটনা ঘটে।



মদীনা বাংলাদেশ হজ মিশনের একটি সূত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।

নিহত আমবার আলী  দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলার তালপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। তার পাসপোর্ট নং BE0246159 এবং হজ আইডি নং ৯৯৬২৮৮৩।

নিহতের লাশ মদীনার মিকাত হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। এ নিয়ে চলতি বছর বাংলাদেশি দুইজন হজযাত্রী মারা গেছেন।

বাংলাদেশ সময়: ০৫৩০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ