ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

কনসাল জেনারেলের সঙ্গে জেদ্দা ইংলিশ স্কুলের নতুন অধ্যক্ষের সাক্ষাৎ

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
কনসাল জেনারেলের সঙ্গে জেদ্দা ইংলিশ স্কুলের নতুন অধ্যক্ষের সাক্ষাৎ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল একেএম শহীদুল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ জেদ্দার (ব্রিটিশ কারিকুলাম) নবনিযুক্ত অধ্যক্ষ ডক্টর আ. বাকি।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে কনসাল জেনারেলের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে বাংলানিউজকে জানিয়েছেন স্কুলের মিডিয়া কো-অর্ডিনেটর রুমী সাঈদ।



কনস্যুলেটের কাউন্সিলর (শ্রম) মো. মোকাম্মেল হোসেন, কনসাল (শিক্ষা) রেজা-ই-রাব্বি, স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী নেয়ামুল বশির, ভাইস চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন মাহমুদ, পরিচালনা পর্ষদ সদস্য ডা. মাহবুব উল্লাহ ও মো. মুসা খান এ সময় উপস্থিত ছিলেন।

কনসাল জেনারেল নতুন অধ্যক্ষকে স্বাগত জানান এবং স্কুল উন্নয়নে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি দীর্ঘ প্রতিক্ষার পর নতুন অধ্যক্ষ নিয়োগের জন্য স্কুল পরিচালনা পরিষদকে ধন্যবাদ জানান।

স্কুল পরিচালনা পরিষদের সদস্যরা কনসাল জেনারেলের অকৃত্রিম সহায়তার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ