ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

সৌদি আরব

অভিযুক্ত হজ এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
অভিযুক্ত হজ এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: বিগত হজে দুর্নীতির দায়ে অভিযুক্ত হজ এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি লাইসেন্স।



রোববার (১৩ ডিসেম্বর)  রাতে জেদ্দা মুক্তিযোদ্ধা কমান্ডর কাউন্সিল’র আয়োজনে একটি হোটেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ কথা বলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

তিনি বলেন, দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। দুর্নীতির দায়ে অভিযুক্ত সব হজ এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় মুক্তিযোদ্ধা এম এ কাশেমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মমতাজ হোসেন চৌধুরী, আবদুল জলিল, কাজী আমিন, মার্শাল কবির পান্নু প্রমুখ।

সভায় শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ