ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

সৌদি আরব

ফাইনালে শ্রীলংকার মুখোমুখি বাংলাদেশ

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
ফাইনালে শ্রীলংকার মুখোমুখি বাংলাদেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) আয়োজিত ৬টি দেশে কনস্যুলেট দলের অংশগ্রহণে আন্তঃকনস্যুলেট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে শ্রীলংকার মুখোমুখি বাংলাদেশ।

শুক্রবার (১৮ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর ৩টায় জেদ্দা আইডিবির নিজস্ব গ্রাউণ্ডে এই খেলা অনুষ্ঠিত হবে।



১৫ সদস্যের বাংলাদেশ দলের খেলোয়াড়রা হলেন, মোকাম্মেল হোসেন (অধিনায়ক), ইমরান শিকদার, আমিন খাদেম, হানিফ মিয়া, সাগর খান, সোহাইল রানা, হাসান ইমাম, রাশেদ আলম, জিয়াদ হোসাইন, আরমান হোসাইন, মোহসিন মিয়া, তারেক সরকার, ইব্রাহিম সরকার, আজিজুল হক ও সোয়েব আহমেদ।

এরআগে গত ১১ ডিসেম্বর ভারতকে ৭ উইকেটে পরাজিত করে ফাইনাল নিজেদের খেলা নিশ্চিত করে বাংলাদেশ কনস্যুলেট দল।

দু’টি গ্রুপে এতে অংশ নেবে ৬টি দল। দলগুলো হলো, আইডিবি গ্রুপ, বাংলাদেশ কনস্যুলেট, ইন্ডিয়ান কনস্যুলেট, শ্রীলঙ্কান কনস্যুলেট, সাউথ আফ্রিকান কনস্যুলেট ও পাকিস্তান কনস্যুলেট।

বাংলাদেশ সময়: ০৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ