ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

হাইল প্রাদেশিক শাখা আ’লীগের বিজয় দিবস উদযাপন

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
হাইল প্রাদেশিক শাখা আ’লীগের বিজয় দিবস উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হাইল: বাংলাদেশ আওয়ামী লীগ হাইল প্রাদেশিক শাখার উদ্যোগে বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাতে আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে হাইল প্রাদেশিক শাখা আওয়ামী লীগ সভাপতি ফিরোজ ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রিয়াদ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির হোসেন।



শামীম এবং মিজানের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বশির।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কবির হোসেন, হিমেল খান, জামিল ফকির, মামুন হাওলাদার, জিতেন্দ্র বাবু প্রমুখ।
 
বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তার নেতৃত্বে সমুদ্রসীমা জয়, পদ্মাসেতুর কাজ শুরুসহ দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। তবে শত ষড়যন্ত্র করেও শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করা যাবে না।

বাংলাদেশ সময়: ০৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ