ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

সৌদি আরব

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেদ্দায় দোয়া মাহফিল

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেদ্দায় দোয়া মাহফিল

রিয়াদ: সৌদি আরবের জেদ্দায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি জেদ্দা সিটির গুরাইয়ার একটি হোটেলে নজরুল ইসলাম তালুকদারের সৌজন্যে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করে চট্টগ্রামের প্রবাসী গুরাইয়া প্রবাসীরা।



নজরুল তালুকদারের সভাপতিত্বে মো. মহিউদ্দীনের পরিচালনায় মাহফিলে মিলাদুন্নবীর (সা.) তাৎপর্য নিয়ে আলোচনা করেন মাওলানা ফারুকি, হাফেজ গিয়াস উদ্দীন ও হাফেজ নরুল আলম।

এ সময় মাহফিলে উপস্থিত ছিলেন, ইমন ইসমাইল, মাঈন চৌধুরী, আজিজুর রহমান, আবছার, সাঈদ আনোয়ার, শেখ ইসমাইল, ইকবাল হোসেন, কাজী জাকির, মহিউদ্দীন, রফিক চৌধুরী (জাসাস) আলাউদ্দীন, মান্নান, মঞ্জুর আলম, কয়েছ আহমদ, মফিজুল আলম, সুমনসহ বিভিন্ন সংগঠনের নেত‍ারা।

মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ