ঢাকা: গৃহায়ন শ্রমিকদের ক্ষেত্রে স্পন্সরশিপ বদল নিষিদ্ধ করেছে সৌদি আরব। এক্ষেত্রে আদেশ অমান্যকারী শ্রমিককে তার দেশে পাঠিয়ে দেওয়া হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, সৌদি আরবের শ্রমমন্ত্রী মোফারেজ আল-হাকবানি ও গৃহায়নমন্ত্রী মাজেদ আল-হোকাইল এ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন।
চুক্তি স্বাক্ষর শেষে এক যৌথ বিবৃতিতে মন্ত্রণালয় দু’টি জানায়, গৃহায়ন প্রকল্পগুলোর খরচ হ্রাসে এ চুক্তি সহায়তা করবে। ফলে দেশে আরও বেশি সংখ্যক নাগরিকের আবাসন নিশ্চিত হবে। সেই সঙ্গে ঠিকাদারদের ভিসা আবেদনও দ্রুত অনুমোদন সম্ভব হবে।
গৃহায়নমন্ত্রী মাজেদ আল-হোকাইল বলেছেন, এক প্রতিষ্ঠানের কাজের অনুমতি নিয়ে সৌদি আরবে অবস্থানকারী কাউকে যদি অন্য প্রতিষ্ঠানে কর্মরত দেখা যায়, তাহলে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হবে।
শ্রমমন্ত্রী মোফারেজ আল-হাকবানি কোম্পানি মালিকদের সতর্ক করে দিয়ে বলেছেন, স্কলারশিপ নিয়ে সৌদিতে অবস্থানকারী ছাত্রদের অবস্থানের মেয়াদ বাড়াতে কোনো কোম্পানি ‘ভুয়া’ কন্ট্রাক্ট করলে কঠোর সাজার মুখে পড়তে হবে।
তিনি বলেন, এ ধরনের অপরাধের ক্ষেত্রে ২৫ হাজার সৌদি রিয়াল (২০.৯৬ টাকায় এক সৌদি রিয়াল হিসাবে ৫ লাখ ২৪ হাজার ৪৭ টাকা) জরিমানার বিধান রাখা হয়েছে।
তবে কখন থেকে নতুন এ নির্দেশনা বলবৎ হবে, তা জানাননি মোফারেজ আল-হাকবানি।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
আরএইচ