ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

সৌদি আরব

জেদ্দায় বৃহত্তর নোয়াখালী প্রবাসী কল্যাণ সমিতির ১০ম বর্ষপূর্তি

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
জেদ্দায় বৃহত্তর নোয়াখালী প্রবাসী কল্যাণ সমিতির ১০ম বর্ষপূর্তি

রিয়াদ: জেদ্দার একটি পিকনিক স্পটে অনুষ্ঠিত হলো বৃহত্তর নোয়াখালী প্রবাসী কল্যাণ সমিতির ১০ম বর্ষপূর্তি অনুষ্ঠান।

স্থানীয় সময় শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সংগঠনের সভাপতি আক্কাস মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনুস্যুলেট জেনারেল জেদ্দার কনসাল মুহাম্মদ রেজা-ই-রাব্বি।



বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন সৌদি নাগরিক নামা কার্গোর সিইও  অয়াদি আল দিরা, সিইও নামা, বিশিষ্ট ব্যবসায়ী আবদুর রহমান, নুর সামাদ মিয়াজি, আব্দুল মান্নান, শহীদ হোসেন পাটোয়ারি, আবুল কাসেম, নুর মুহাম্মদ ভূঁইয়া প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে রেজা-ই-রাব্বি বলেন, প্রবাসে বৃহত্তর নোয়াখালী প্রবাসীদের কল্যাণে সমিতির বিশেষ অবদান রাখছে। গরিব ও অসহায় প্রবাসীদের আর্থিক, ইকামা, চিকিৎসাসহ ও সমস্যার কারণে যারা দেশে ফিরে যেতে পারছেন না তাদের সহযোগিতাসহ বিভিন্ন আর্থিক সামাজিক উন্নয়নের কাজে এগিয়ে আসছে বৃহত্তর নোয়াখালী প্রবাসী কল্যাণ সমিতি।

অনুষ্ঠানে জেদ্দাস্থ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাসহ সম্মানিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সমিতির সাধারণ সম্পাদক আমির মুহাম্মদ ফিরোজ ও মনিরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরান থেকে তেলাওয়াত করেন মাওলানা মাস্কুর।

স্বাগত বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা একেএম শাহজাহান সিরাজী।

দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল মধ্যাহ্নভোজ, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা।

বাংলাদেশ সময়: ০৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ