ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

সৌদি আরব

সৌদিতে নতুন প্রবাসীদের সহযোগিতার জন্য রাষ্ট্রদূতের আহ্বান

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
সৌদিতে নতুন প্রবাসীদের সহযোগিতার জন্য রাষ্ট্রদূতের আহ্বান

রিয়াদ: সদ্য সৌদি আরবে আসা বাংলাদেশি শ্রমিকদের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করতে ইসলামিক সেন্টারের দায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।

শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যায় রিয়াদের পশ্চিম ধিরা ইসলামিক সেন্টারে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।



আব্দুর রব আফফানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইসলামী আলোচক মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহীম।

ফাওজান বিন আব্দুর রব এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ আলোচনা সভায় বক্তব্য রাখেন- পশ্চিম ধিরা ইসলামিক সেন্টারের প্রধান আব্দুল্লাহ বিন হামাদ আল কাইদ, নতুন সানাইয়া ইসলামিক সেন্টারের শায়খ আজমল হোসেন, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শেখ সাদী।

গোলাম মসীহ বলেন, সৌদি আরবের ডিপোটেশন সেন্টারে থাকা প্রবাসীদের আরবীতে দরখাস্ত লিখে দেওয়া, ডেথ কেস, আইনি পরামর্শসহ বিভিন্নভাবে সহযোগিতা করছে এই ইসলামিক সেন্টারের দায়ীরা।

নতুনভাবে সৌদি আরবে আসা নারী কর্মীদের ভাষা, সামাজিক রীতিনীতি, নিয়োগকর্তার সঙ্গে সৃষ্ট সমস্যা সমাধানে তাদের আরও বেশি এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে গোলাম মসীহ ও মুফতি কাজী ইব্রাহীমকে সেন্টারের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে স্থাপিত ইসলামিক সেন্টারগুলোতে দু’শোর বেশি বাংলাদেশি দায়ী আছেন যাদের অধিকাংশই মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

তারা বাংলদেশিদেরকে ইসলাম সম্পর্কে জ্ঞান দেওয়া, বিভিন্ন প্রতিষ্ঠানে বিবাদে জড়িয়ে পরা প্রবাসীদের সমস্যা সমাধান করে ভাতৃত্বের বন্ধন সৃষ্টি করা, সফর জেলে (ডিপোটেশন সেন্টার) থাকা বাংলাদেশিদের আইনি সহযোগিতা দিয়ে দ্রুত দেশে পাঠানোর পাশাপাশি বিনামূল্যে ওমরাহ ও হজ পালনের ব্যবস্থাসহ নানা কাজ করে থাকেন।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
আরএইচএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ