ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

সৌদি আরব

তাসকিন-সানির নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবি

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
তাসকিন-সানির নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবি

রিয়াদ: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানিকে ‘অযৌক্তিকভাবে’ আইসিসি’র দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম।

রোববার (২০ মার্চ) রাতে রিয়াদের বাথাস্থ আল মারজান হলরুমে আয়োজিতিএক প্রতিবাদ সভায় এ দাবি জানানো হয়।



সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল হালিম নিহনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ আবুল বশীর।

সংগঠনের সভাপতি মোহাম্মদ আল-আমীনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, ব্যবসায়ী শাহজাহান সাজু, এনাম হক, কামাল হোসেন, শফিকুল ইসলাম মানিক, এসএম ফয়েজ, সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক এমএইচ প্রিন্স আহমেদ, সহ সাংগঠনিক শাহাদাৎ শাহেদ, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম অপূর্ব, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক কামরুল হাসান, সমাজকল্যাণ সম্পাদক আরিফ মৃধা, সহ সমাজকল্যাণ সম্পাদক রাজু আহমেদ, সহ সাংস্কৃতিক সম্পাদক সোহেল খান, সহ তথ্য বিষয়ক সম্পাদক মাসুদ পারভেজ খান, মোহাম্মদ রুবেল মিয়া, কামাল মিয়া, লোকমান হোসেন রুবেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ