রিয়াদ: ২০২০ সালের মধ্যে সৌদি আরব ১০০ বিলিয়ন ডলার অর্জন করার লক্ষ্যে আমেরিকান গ্রিনকার্ডের মতো বিদেশিদের স্থায়ী বসবাসের সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে।
যুক্তরাষ্ট্র ভিত্তিক আর্থিক ও ডেটাসেবা প্রদানকারী ও মিডিয়া কোম্পানি ব্লুমবার্গের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতকালে এ কথা জানান, সৌদি যুবরাজ উপ-প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।
নতুন প্রজন্মের এই তরুণ রাষ্ট্র নেতার নয়া দৃষ্টিভঙ্গি সৌদি আরবের নীতিতে চমকদার পরিবর্তন আনছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তার এই ঘোষণা প্রবাসীদের কাছে দারুণ আকর্ষণীয় হয়ে উঠবে। সবাই আগ্রহে অপেক্ষা করছেন নীতিমালার বিস্তারিত জানার জন্য।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৬
আইএ