ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

৭৫ রিয়ালে হাজিদের জন্য বিশেষ মোবাইল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
৭৫ রিয়ালে হাজিদের জন্য বিশেষ মোবাইল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: হজে গিয়ে ব্যবহারের জন্য মাত্র ৭৫ রিয়ালে (১৫শ টাকা) বিশেষ মোবাইল বাজারে এনেছে একটি চায়না কোম্পানি। উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যাটারিসহ এতে থাকছে প্রয়োজনীয় সব ফিচার।



ইবাদত বন্দেগীতে মগ্ন থাকা ও একই সঙ্গে অনেক লোকের সমাগম হওয়ার কারণে মোবাইলে চার্জ দেওয়া কষ্টকর হয়ে যায়। নতুন এ মোবাইল ফোনটি ২/৩ ঘণ্টা চার্জ দিলে ৬/৭দিন চলবে অনায়াসে।

এর আরেকটি বৈশিষ্ট্য হলো স্পিকার। ভীড়ের মধ্যে থাকলেও এর স্পিকারে সব কথা স্পষ্ট শোনা যাবে।

হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর পর ৩/৪দিন হোটেল ছেড়ে লাখ লাখ মুসল্লির ভীড়ে মিনা, আরাফা ও মুজদালিফায় থাকতে হয়। এ সময় প্রায় সব হ‍াজিই মোবাইলের চার্জ ও শব্দ সমস্যায় ভোগেন। ফোনটি হাজিদের এ দু’টি সমস্যা থেকেই রেহাই দেবে বলে জানিয়েছেন আমদানিকারকরা।

হজের এখনও দেরি থাকলেও এখন থেকেই জেদ্দা, মক্কা ও মদীনার বিভিন্ন মোবাইলের দোকানে এটি বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন একজন মোবাইল আমদানিকারক।
তবে সমস্যাও রয়েছে একটি। আকারে বেশ বড় এ মোবাইলটি একবার নষ্ট হলে আর সারানো সম্ভব নয়।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ