রিয়াদ: অবৈধভাবে গৃহকর্মী নিয়োগ দিলে অথবা অন্যের বাসা থেকে পালিয়ে আসা গৃহকর্মীদের আশ্রয় দিলে এক লাখ সৌদি রিয়াল জরিমানা এবং ছয় মাসের কারাদণ্ড দেবে সৌদি সরকার।
এসব ঘটনায় প্রবাসীদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সৌদি আরব থেকে একেবারে বিতাড়ন করা হবে।
মঙ্গলবার (৩১ মে) সৌদি পাসপোর্ট বিভাগ সাংবাদিকদের এ কথা নিশ্চিত করে।
এই জাতীয় কাজের সঙ্গে কোনো কোম্পানিকে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদেরকেও এক লাখ রিয়াল জরিমানা এবং পাঁচ বছরের জন্য তাদের নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখা হবে বলেও জানায় পাসপোর্প বিভাগ।
এ জাতীয় যে কোনো বিষয় জানাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমপ্লয়ার্স কলিং ৯৮৯ নম্বরে ফোন করে জানাতে সৌদি নাগরিক এবং প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এছাড়া কারো গৃহকর্মী হারিয়ে বা পালিয়ে গেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবসির সার্ভিসের মাধ্যমে তাদের হারিয়ে বা পালিয়ে যাওয়া গৃহকর্মীদের ব্যাপারে রিপোর্ট করতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, মে ৩১, ২০১৬
জিসিপি/এমজেএফ/