রিয়াদ: সৌদি আরবের আকাশে রোববার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে সোমবার (০৬ জুন) থেকে রোজা শুরু হবে।
রোববার (০৫ জুন) শাবানের ২৯ তারিখ রমজানের নতুন চাঁদ দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সৌদি আরবের সুপ্রিম কোর্ট চাঁদ দেখার উপর নির্ভর করে আরবী মাসের ধর্মীয় বিষয়গুলোর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে।
সুপ্রিম কোর্ট এক বিবৃতির মাধ্যমে সৌদি আরবের সব নাগরিকের প্রতি রোববার সন্ধ্যায় চাঁদ দেখার আহ্বান জানিয়েছেন।
চাঁদ দেখামাত্র তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোরও আহ্বান জানানো হয়।
২৯ শাবান চাঁদ দেখা না গেলে ৭ জুন মঙ্গলবার থেকে পবিত্র মাহে রমজান শুরু হবে।
বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, জুন ০৫, ২০১৬
এসএইচ