ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

সৌদি আরব

রিয়াদ আ.লীগের সঙ্গে এফবিসিসিআই এর পরিচালকের মতবিনিময়

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, জুন ১৭, ২০১৬
রিয়াদ আ.লীগের সঙ্গে এফবিসিসিআই এর পরিচালকের মতবিনিময়

রিয়াদ: ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) পরিচালক মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার সিআইপি'র সঙ্গে মতবিনিময় সভা করেছেন সৌদি আরবের রিয়াদ মহানগর আওয়ামী লীগ।

শুক্রবার (১৬ জুন) রিয়াদের বাংলাদেশি অধ্যুষিত এলাকা হারার একটি হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

মতবিনিময় সভায় আনোয়ার সাদাত বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে। তাই প্রধানমন্ত্রীর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সভাপতির বক্তৃতায় সালাহ উদ্দিন আহমেদ ফারুক বলেন, বাংলাদেশের চললাম ঈর্ষণীয় অগ্রগতির অংশীদার প্রবাসীরাও। আর এর ধারা অব্যাহত রাখতে অতীতের মতো ভবিষ্যতেও আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

রিয়াদ মহানগর আওয়ামী লীগের সভাপতি সালাহ উদ্দিন আহমেদ ফারুকের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন ফিরোজ, সাধারণ সম্পাদক সেলিম ভুঁইয়া, সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ আবুল বশির, আওয়ামী লীগ নেতা কোহিনুর হাওলাদার, রুকন উদ্দিন, শহীদুল ইসলাম, কাজী আজিম উদ্দিন কলেজ শাখা ছাত্রলীগের সাবেক জিএস রফিকুল ইসলাম ছাড়াও রিয়াদ মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জুন ১৭, ২০১৬
জিসিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ