ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

সৌদি আরব

৭ বিশ্ববিদ্যালয়ে নতুন পরিচালক নিয়োগ দিলেন বাদশা সালমান

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
৭ বিশ্ববিদ্যালয়ে নতুন পরিচালক নিয়োগ দিলেন বাদশা সালমান

রিয়াদ: সৌদি আরবের সাতটি বিশ্ববিদ্যালয়ে নতুন পরিচালক নিয়োগ দিয়ে ডিক্রি জারি করেছেন বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ।
বৃহস্পতিবার (২৩ জুন) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ খবর জানিয়েছে।

নতুন পরিচালক নিয়োগ দেয়া বিশ্ববিদ্যালয়গুলো হলো- কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়, কিং খালেদ বিশ্ববিদ্যালয়, জিজান বিশ্ববিদ্যালয়, জেদ্দা বিশ্ববিদ্যালয়, তায়েফ বিশ্ববিদ্যালয়, বিশাহ বিশ্ববিদ্যালয় এবং আল বাতেইন বিশ্ববিদ্যালয়।  

নতুন পরিচালকরা হলেন, ডক্টর  আব্দুল রহমান বিন ওবাইদ আল ইয়ুবী ( কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়), ডক্টর ফালেহ বিন রাজাল্লাহ আল সালামী ( কিং খালেদ বিশ্ববিদ্যালয়), ডক্টর মারেই বিন হোসাইন আল কাথানী ( জিজান বিশ্ববিদ্যালয়),  ডক্টর আব্দুল ফাতাহ বিন সুলেইমান মাসহাত (জেদ্দা বিশ্ববিদ্যালয়), ডক্টর হুসাইন বিন আব্দুল ওয়াহাব জামান (তায়েফ বিশ্ববিদ্যালয়),  ডক্টর আহমেদ বিন হামিদ নাকাদী (বিশাহ বিশ্ববিদ্যালয়) এবং ডক্টর আব্দুল আজিজ বিন আব্দুল রহমান আল সয়াইয়ান (আল বাতেইন বিশ্ববিদ্যালয়)।  

বাংলাদেশ সময়: ০৭৪৩ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ