ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

সৌদি আরব

রিয়াদে অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ইফতার মাহফিল

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
রিয়াদে অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ইফতার মাহফিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: সৌদি আরবের রাজধানী রিয়াদে বিত্তবান, পরিচিত জন, পরিচ্ছন্নতা কর্মী ও তৃণমূল প্রবাসীদের সঙ্গে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে সৌদি আরব প্রবাসী অনলাইন আক্টিভিস্ট ফোরাম।

 

সোমবার (২৭ জুন) রিয়াদের হারাস্থ প্যারাডাইস রেস্টুরেন্টে ইফতার ও আলোচনা সভা আয়োজিত হয়।

সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল ইসলাম অপুর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রহিম।

ইফতার মাহফিলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের প্রধান উপদেষ্টা রিয়াদ ও আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জাকির হোসেন।

অনুষ্ঠানে আসা তৃণমূল প্রবাসীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ মানিক মিয়া।

সংগঠনের সভাপতি মোহাম্মদ আল-আমীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম নিহনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কবি ও সাহিত্যিক শাহজাহান চঞ্চল, বাংলাদেশি পণ্য আমদানি কারক সমিতির সভাপতি কাপতান হোসেন, রিয়াদ বাংলাদেশ দূতাবাসের সাবেক কর্মকর্তা হাবিবুর রহমান, রিয়াদ জালালাবাদ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা প্রকৌশলী আব্বাস উদ্দিন,  রিয়াদ আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সিলেট বিভাগ প্রবাসী পরিষদের উপদেষ্টা এরশাদ আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মসীহ সিরাজ, লাকসাম-মনোহগঞ্জ আওয়ামী লীগের সভাপতি মাসুদ পারভেজ, রিয়াদ যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী বাতেন প্রমুখ।

এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফোরামের সাংগঠনিক এমএইচ প্রিন্স আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত নিরব, অর্থ সম্পাদক মো. সোহেল আলম, দপ্তর সম্পাদক মোহাম্মদ রুবেল হোসেন, সহ দপ্তর সম্পাদক কামরুল হাসান, সাংস্কৃতিক সম্পাদক মো. আবছার, সহ- সাংস্কৃতিক সম্পাদক সোহেল খান, সহ-তথ্য বিষয়ক সম্পাদক মাসুদ পারভেজ, সমাজ কল্যাণ সম্পাদক আরিফ মৃধা, অন্যতম সদস্য মোহাম্মদ রুবেল মিয়া।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
আরআইএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ