ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

সৌদি আরব

শোক দিবস উপলক্ষে রিয়াদ আ’লীগের আলোচনা

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
শোক দিবস উপলক্ষে  রিয়াদ আ’লীগের আলোচনা

রিয়াদ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে বাংলাদেশ আওয়ামী লীগ রিয়াদ মহানগর শাখা।
 
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাতে নোভা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিয়াদ কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি সালাহ উদ্দিন আহমেদ ফারুক।


 
সহ সভাপতি মির্জা হেলাল উদ্দিন ফিরোজ ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মুরাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।
 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (ইকনোমিক) ডক্টর মো. আবুল হাসান, রিয়াদ কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম ভূঁইয়া, সহ সভাপতি মো. জাকির হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মো. আলী আকবর, রিয়াদ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোহাম্মদ আলী নুর, মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, আল গাছিম আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম বেপারি, দাম্মাম আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্বা মতিউর রহমান কামাল, রিয়াদ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আবদুল কাইয়ুম, আফছার উদ্দিন বোরহান, মহানগর যুবলীগের প্রধান উপদেষ্টা সাইদুল হক সাইদ, রিয়াদ মহানগর যুবলীগের সভাপতি শওকত ওসমান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, দাম্মাম প্রদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাশেম হাসান, ডাক্তার একেএম আনিসুজজামান, হাফার আল বাতেন আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোজ্জামেল হকসহ কেন্দ্রীয় আওয়ামীলীগের ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশ ও জাতির অব্যাহত অগ্রযাত্রাকে ব্যাহত করতে বিভিন্ন অপকৌশলে লিপ্ত রয়েছে। তারা জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপপ্রয়াস চালাচ্ছে।

সবাইকে ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবেলা করে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
 
আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সব শহীদদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন মো. ইসমাইল হোসেন।

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ