নাটোর থেকে: নিশুতি রাত। ঝমঝম শব্দে ঘুম ভাঙলো।
চোখ ক’চলে এদিক-ওদিক চেয়ে- কই কোথাও তো কেউ নেই, তাহলে কে নাচে! এ রাতে কার এতো নুপুর পরে নাচার শখ হলো! পরে জানা গেলো, তিনি আর কেউ নন, শ্রীমতি বৃষ্টি রানি।
সে নাচে ছন্দ, তাল, লয় মিলিয়ে এক অদ্ভুত হাতছানি। অন্য এক জগত। ভাবায়, আলোড়িত করে, তাড়িয়ে বেড়ায়।
সে নাচ মগ্নতার, ভাবের সঙ্গে ভাবের বোঝাপড়ার। মুগ্ধ হয়ে শোনার, ঋদ্ধ হওয়ার।
বাংলানিউজের বিশেষ টিম এখন নাটোরে। কোনো এক রাতে তাদের সঙ্গে বৃষ্টির দেখা। নাচের মগ্নতায় ঠিকমতো কথাও বলা হলো না, অথচ কতোকিছু বলার ছিলো!
অর্ধ-বঙ্গেশ্বরী খ্যাত রানি ভবানীর রাজ্যে সে আমল থেকে শুরু করে তার উত্তর পুরুষদের কালে কত নট-নটি, বাইজিরা নেচে গেছেন-আজকের এই ব্যস্ত শহরে, তার খবর কে বলবে!
বেশ, কথা তাহলে অন্যদিন হবে। আজ শুধু ঝম ঝম নুপুরে নৃত্যই হোক।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এসএস/এএ/এটি
** চলনবিলের রোদচকচকে মাছ শিকার (ভিডিওসহ)
** ঘরে সিরিয়াল, বাজারে তুমুল আড্ডা
** বৃষ্টিতে কনকনে শীত, প্যান্ট-লুঙ্গি একসঙ্গে!
** ভরদুপুরে কাকভোর!
** ডুবো রাস্তায় চৌচির হালতি
** হঠাৎ বৃষ্টিতে শীতের দাপট