ঢাকা: বাংলানিউজের আয়োজনে ‘বছরজুড়ে দেশ ঘুরে’ শিরোনামে চলছে বিভিন্ন পর্যটনকেন্দ্র থেকে সরাসরি রিপোর্টিং। এরই অংশ হিসেবে কক্সবাজারে বাংলানিউজের তৃতীয় টিমও পৌঁছে গেছে।
পর্যটন নগরী কক্সবাজারে চলছে টানা সাতদিনের কর্মসূচি। ৫ এপ্রিল শুরু হয়ে এ কর্মসূচি শেষ হবে ১১ এপ্রিল। পুরো আয়োজন সরাসরি তদারকি করছেন এডিটর ইন চিফ আলমগীর হোসেন। প্রথম ধাপে মঙ্গলবার (০৫ এপ্রিল) ঢাকা থেকে যায় ৮ সদস্যের একটি টিম। দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার (০৭ এপ্রিল) গেছেন ৭ জন। আর তৃতীয় ধাপে চট্টগ্রাম অফিস থেকে সেখানে পৌঁছেছেন চট্টগ্রাম ব্যুরো কার্যালয়ের ব্যুরো এডিটর তপন চক্রবর্তী, স্পেশাল করেসপন্ডেন্ট রমেন দাশগুপ্ত ও নিউজরুম এডিটর ইসমেত আরা। আর চট্টগ্রাম ব্যুরোর সিনিয়র ফটো করেসপন্ডেন্ট সোহেল সারোয়ার ও স্টাফ করেসপন্ডেন্ট তাসনিম হাসান আগেই কক্সবাজারে উপস্থিত হন। এই টিমে আরও যুক্ত করা হয়েছে কক্সবাজারের স্টাফ করেসপন্ডেন্ট তুষার তুহিনকে।
বাংলাদেশ সরকার ২০১৬ সালকে পর্যটন বছর হিসেবে ঘোষণা করেছে। এ বছরটিতে বাংলাদেশের পর্যটন কতটা সম্ভাবনা তৈরি করতে পারে, সফলতা ও দুর্বলতার দিকগুলো কী, তা তুলে ধরতে শুরু থেকেই কাজ করছে বাংলানিউজটোয়েন্টিফোর.কম।
বাংলানিউজের এ উদ্যোগে সঙ্গী হয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স, মারমেইড বিচ রিসোর্ট, জেবি গ্রুপ, বাংলাদেশ পর্যটন করপোরেশন ও সিটি ব্যাংক লিমিটেড।
একটু ব্যাপক আকারে হাতে নেওয়া এ কর্মসূচিতে একটি সেমিনারও রাখা হয়েছে যা অনুষ্ঠিত হবে শনিবার (০৯ এপ্রিল) কক্সবাজার সমুদ্র সৈকতের মনোরম পরিবেশে গড়ে ওঠা মারমেইড বিচ রিসোর্টে। সেখানে প্রধান অতিথি হয়ে যাবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ইউ-এস বাংলা এয়ারলাইন্সের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।
আর শনিবার ঢাকা থেকে আরও যাচ্ছেন হেড অব নিউজ মাহমুদ মেনন ও স্পেশাল করেসপন্ডেন্ট শামীম খান।
বাংলানিউজের টিম সদস্যরা এরই মধ্যে কক্সবাজার, টেকনাফ ও সেন্টমার্টিন ঘুরে ঘুরে প্রতিবেদন তৈরি করা শুরু করে দিয়েছেন। যা ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে বাংলানিউজে।
এক্সক্লুসিভ এমন সব নিউজ পড়ুন, সঙ্গী হয়ে থাকুন বাংলানিউজের।
বাংলাদেশ সময়: ০৮৫৬ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৬
আইএ
** কক্সবাজারে বাংলানিউজের দ্বিতীয় টিম
** বছরজুড়ে দেশ ঘুরে: কক্সবাজারে বাংলানিউজ