সেন্টমার্টিন দ্বীপ থেকে: হাঁটু পানিতে নেমে গেছে কুকুরগুলো। সবার নজর গভীর সাগরের দিকে।
প্রথমে বেশ অবাক লাগছিল, কুকুরগুলোর এমন আচরণ দেখে। মনে নানা রকম প্রশ্নও ঘুরপাক খাচ্ছিল ওরা কেন বিচে নেমেছে। ওরাও কি মানুষের মতো বিচে ঘুরতে এসেছে! নাকি সাঁতরে দরিয়া পার হতে চায়?
ঢেউয়ের তরঙ্গ বেড়ে গেলে কিছুটি পিছিয়ে আসছিল কুকুরগুলো। কিন্তু নজর সাগরে নিবদ্ধ। বারবার জায়গাও পরিবর্তন করতে দেখা গেলো। কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না হেতু জানতে।
একটি মৃত টুনা মাছ ঢেউয়ের ধাক্কায় তীরের কাছে চলে আসে। সেদিকে দৃষ্টি নিবদ্ধ কুকুরটির। এক সময় যেই ঢেউয়ের ধাক্কায় উপরে উঠে আসে মৃত টুনা মাছটি, লাফ দিয়ে ধরে ফের ঢেউ আসার আগেই মাছটি নিয়ে দৌড়ে অনেক উপরে চলে আসে কুকুরটি।
মাছটি অনেক উপরে রেখে আবার শিকারে যায় কুকুরটি। পুরোটা বিকেল জুড়ে সেন্টমার্টিন পশ্চিম বিচে এভাবেই টুনা ধরছিল সে। এর আগে দুপুরে পূর্বতীরে জেটি এলাকায় এমন দৃশ্য চোখে পড়ে।
তবে কোণাপাড়া বিচে তুলনামূলক বেশি মরা টুনা ভাসতে দেখা গেছে। এখানে ঢেউয়ের তরঙ্গ অন্য এলাকার চেয়েও প্রখর। আর অনেক ঢালু। |
বাংলাদেশ: ০৯১৭ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৬
এসআই/এসআর
** ‘পর্যটন মৌসুম শব্দটি বিলীন হয়ে যাচ্ছে’
** তৈরি হচ্ছে ‘বিচ ডাটাবেজ’
** সেন্টমার্টিনে সৈকত জুড়ে কাঁকড়ার আল্পনা
** সেন্টমার্টিনে বাজার সদাইয়ের সংগ্রাম (ভিডিওসহ)
** সৈকতের আল্পনাশিল্পীদের করুণ মৃত্যুগাথা
** সেন্টমার্টিন যেভাবে যাবেন
** তৃতীয় ধাপে চট্টগ্রাম টিম এখন কক্সবাজারে
** কক্সবাজারে বাংলানিউজের দ্বিতীয় টিম
** বছরজুড়ে দেশ ঘুরে: কক্সবাজারে বাংলানিউজ