কক্সবাজার, হোটেল শৈবাল থেকে: কোনো আকর্ষণ নেই পর্যটন হোটেল শৈবালের। সামনের দিক থেকে তাকালে এটি শুধু সরকারি কোনো স্থাপনা বলে মনে হবে।
পর্যটন নগরীতে গড়ে ওঠা হোটেল-মোটেলগুলোতে দু’বছর পরপর পরিবর্তন আনা হলেও বিশ বছরে একটি চেয়ারও পরিবর্তন হয়নি শৈবালের।
তবে সংশ্লিষ্টরা বলছেন, সরকারি পর্যটন সংস্থা বাংলাদেশ পর্যটন করপোরেশনের মালিকানাধীন হোটেল শৈবালের এ ‘তলানি’ অবস্থা থেকে আবার টেনে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। শৈবালকে ভেঙে এ জায়গায় ফাইভ স্টার হোটেল গড়ে তোলা হবে।
সূত্রে জানা যায়, পর্যটন শিল্পের বহুমাত্রিক বিকাশের জন্য নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। শৈবালকে ঘিরে অত্যাধুনিক সুবিধা যুক্ত করে ৮০০ কোটি টাকার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন।
পরিকল্পনা অনুযায়ী, ২৬টি বিচ ভিলা, ১৬৮টি পুল ভিলা, ২৬টি ওয়াটার ভিলা, বর্তমান শৈবালে একটি থ্রি-স্টার মানের হোটেল, ১৮ হোলের গলফ কোর্স, ক্লাব হাউস, ২৫০ কক্ষের পাঁচ তারকা মানের হোটেল টাওয়ার নির্মাণ করা হবে।
বাংলাদেশ, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের চারটি প্রতিষ্ঠান পিপিপি (সরকারি-বেসরকারি অংশীদারিত্ব) ভিত্তিতে সম্ভাব্য বিনিয়োগকারী হিসেবে এ পরিকল্পনা বাস্তবায়নে আগ্রহী দেখিয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
কর্মকর্তারা জানান, কক্সবাজারে পাঁচ তারকা মানের সব সুবিধা দিয়ে নতুন করে সাজবে হোটেল শৈবাল। আর এখানে পর্যটন বিষয়ক একটি ট্রেনিং ইনস্টিটিউটও গড়ে তোলা হবে।
এ প্রকল্পের অগ্রগতি জানিয়ে পর্যটন করপোরেশনের ন্যাশনাল হোটেল ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ পারভেজ আহমদে চৌধুরী বলেন, আগামী জুলাইয়ে সম্ভাব্য বিনিয়োগকারীদের কাছ থেকে ‘ফিন্যান্সিয়াল অফার ওপেন’ করা হবে। এরপর থেকে ৮০০ কোটি টাকার প্রকল্পটির কাজ শুরু হবে।
পর্যটন কর্পোরেশন জানায়, বর্তমানে পর্যটন কর্পোরেশনের মালিকানাধীন হোটেল শৈবাল ও এ সংলগ্ন স্থাপনাগুলোর আয়তন ১৮৫ একর। আর হোটেল শৈবালের মূল ভবন, সাগরিকা রেস্টুরেন্ট, সাগরিকা পুকুর, লাক্সারি পুকুর, সুইমিং পুল, বার ড্রিংকস কর্নার ও অন্যান্য জমি মিলিয়ে হবে ১৬০ একর।
তবে এসব স্থাপনা দীর্ঘদিন ধরে একই অবস্থায় পড়ে থাকায় পর্যটকদের আকৃষ্ট করে না বলে জানান সংশ্লিষ্টরা।
বাংলাদেশ সময়: ০৮২৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
এসএ/ জেডএস
** ‘ড্রিম পয়েন্টে’ বিচ বাইকে পুলিশের চাঁদা একশ’!
** টেট্রাপডে রক্ষা সমুদ্র তীর, সৌন্দর্যের হাতছানি
** নো নিড টু গো অ্যাবরোড
** সাগর তীরে, পাহাড়ের ধারে স্বপ্নের মেরিন ড্রাইভ
**বিশ্বসেরা সার্ফিং ভিলেজ কক্সবাজার
**সম্ভাবনার ‘হিমছড়ি পিক’ অবহেলিত
** শিশুদের জন্য সেন্টমার্টিন নয়!
**‘বাবা, গোয়া সৈকতের সঙ্গে যে দারুণ মিল’
** নতুন পরিকল্পনায় সাজছে কক্সবাজার
** উত্তাল সাগর, উপচে পড়া রূপ
** সৈকতের প্রহরী, সাগরের যোদ্ধা
** খেলায়-হেলায় সমুদ্র সৈকতকে আঘাত
** সেন্টমার্টিনের বাহন ‘ভ্যানগাড়ি’
** সেন্টমার্টিন হারিয়ে যাবে!
** ছেঁড়া দ্বীপের মৌসুমী!
** সেন্টমার্টিন যেভাবে যাবেন
** তৃতীয় ধাপে চট্টগ্রাম টিম এখন কক্সবাজারে
** কক্সবাজারে বাংলানিউজের দ্বিতীয় টিম
** বছরজুড়ে দেশ ঘুরে: কক্সবাজারে বাংলানিউজ