ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অন্যান্য

১৮ জানুয়ারি: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
১৮ জানুয়ারি: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

আজ ১৮ জানুয়ারি ২০২০, শনিবার। আসুন জেনে নেই ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল।

ইতিহাসের পাতায় ১৮ জানুয়ারির ঘটনাবলি :

৪৭৪- দ্বিতীয় লিও বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট হন।
১৪৮৬- এলিজাবেথ অব ইয়র্কের সঙ্গে ইংল্যান্ডের রাজা সপ্তম হেনরি বিবাহবন্ধনে আবদ্ধ হন।
১৫৩৫- ফ্রান্সিস্কো পিজারো পেরুর রাজধানী লিমা আবিষ্কার করেন।
১৬৭০- অ্যাডমিরাল স্যার হেনরি মোরগেন পানামা দখল করেন।
১৭০১- প্রথম ফ্রেডরিক প্রুশিয়ার রাজা হন।
১৮৭১- ফ্রান্সের ভার্সাই প্রাসাদে প্রথম ভিলহেল্ম জার্মানির প্রথম সম্রাট ঘোষিত হন।
১৯১৯- ফ্রান্সের ভার্সাই নগরীতে প্যারিস শান্তি সম্মেলন শুরু হয়।
১৯৪৪- সোভিয়েত ইউনিয়েনের বাহিনী রাশিয়ার লেনিনগ্রাড শহরটিকে নাৎসি জার্মান বাহিনীর কবল থেকে মুক্তি করে।

আজ যাদের জন্মতারিখ:

৮৮৫- জাপানের সম্রাট ডাইগো।
১৮৫৪- মার্কিন বিজ্ঞানী, আলেকজান্ডার গ্রাহাম বেলের সহকারী এবং টেলিফোন আবিষ্কারের অন্যতম প্রবর্তক হিসেবে স্বীকৃত টমাস আউগুস্তুস ওয়াটসন।
১৯১৭- বাংলাদেশি কবি এবং গীতিকার আজিজুর রহমান।
১৯৪৫- একুশে পদকজয়ী বাংলাদেশি সাংবাদিক মোনাজাত উদ্দিন।
১৯৫৪- বাংলাদেশের প্রখ্যাত মূকাভিনেতা পার্থ প্রতীম মজুমদার।

আজ যাদের মৃত্যু হয়:

৪৭৪- বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট প্রথম লিও।
১৩৬৭- পর্তুগালের রাজা প্রথম পিটার।
১৮৬২- মার্কিন যুক্তরাষ্ট্রের দশম রাষ্ট্রপতি জন টাইলার।

এছাড়াও রয়েছে অনেক ঘটনা।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।