ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে পশুর হাট

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, দুবাই করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৪
আমিরাতে পশুর হাট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুবাই: সংযুক্ত আরব আমিরাতে শনিবার উদযাপিত হবে পবিত্র ঈদ-উল আযহা। তাই ঈদকে ঘিরে জমে উঠেছে আমিরাতের কোরবানির পশুর হাটগুলো।



দুবাই, আবুধাবী, শারজাহ, আজমান, রাস-আল-খাইমা, ফুজিরাহ সহ বিভিন্ন বিভাগীয় শহরের পশুর হাটগুলোতে আরবদের পাশাপাশি কোরবানির পশু কেনায় ব্যস্ত হয়ে উঠেছেন প্রবাসী বাংলাদেশিরাও।

দুবাইয়ের আল গেসেস এলাকায় চাটলে মার্কেটে প্রতি বছরের মত এই বছরও বসেছে জমজমাট কোরবানির পশুর হাট।

পাকিস্তান, ইরান, সিরিয়া, সোমালিয়া, অস্ট্রেলিয়া, ইয়েমেনসহ বিভিন্ন দেশের
গরু থেকে শুরু করে উট, ছাগল, ভেড়া ও দুম্বা পাওয়া যাচ্ছে এই পশুর হাটে।

গরু হলে দাম ৩ থেকে ৫ হাজার দেরহাম। উট হলে ৮ থেকে ১৩ হাজার দেরহাম। আর ছাগল, ভেড়া ও দুম্বা পাওয়া যাচ্ছে ৫শ’ থেকে ৭শ’ দেরহাম মূল্যে। বিক্রির আগে প্রতিটি পশুর স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করানো হয়।

বাংলাদেশ সময়: ০৫০২ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ