ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে বঙ্গমাতা পরিষদের আনন্দ ভ্রমণ

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৯ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
আমিরাতে বঙ্গমাতা পরিষদের আনন্দ ভ্রমণ

আবুধাবী: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীতে বার্ষিক আনন্দ ভ্রমণের আয়োজন করে আমিরাত বঙ্গমাতা পরিষদ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আবুধাবীর হেরিটেজ পার্কে এ আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়।

এ সময় ভোজন, খেলাধুলা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রবাসী বাংলাদেশিরা পরিবার-পরিজন নিয়ে দুপুরের খাওয়ার পর আমিরাত বঙ্গমাতা পরিষদের আহ্বায়ক এরশাদুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আনিসুর রহমান মঞ্জুর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, আমিরাত বঙ্গমাতা পরিষদের উপদেষ্টা মোহাম্মদ ছালেহ ও প্রধানবক্তা ছিলেন আবুধাবী প্রজন্ম বঙ্গবন্ধুর সভাপতি রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, আমিরাত বঙ্গমাতা পরিষদের উপদেষ্টা বেলায়েত হোসেন হিরো, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মহিউদ্দীন। এছাড়াও বক্তব্য রাখেন- মো. ইসমাইল, আজিজুর রহমান চৌধুরী, নুর হোসেন, মোহাম্মদ মিজান, মাঈন উদ্দিন, কামরুল হাসান রাকিব, আলা উদ্দিন সন্দীপ প্রমুখ।

সবশেষ শিশু কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা ও প্রবাসী শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আনন্দ ভ্রমণ শেষ হয়।

বাংলাদেশ সময়: ০২৫৬ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ