ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

চারণকবি বিজয় সরকারের জন্মবার্ষিকী আজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
চারণকবি বিজয় সরকারের জন্মবার্ষিকী আজ

নড়াইল: অসাম্প্রদায়িক চেতনার সুরস্রষ্টা চারণকবি বিজয় সরকারের ১২০তম জন্মবার্ষিকী আজ সোমবার (২০ ফেব্রুয়ারি)।

১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইল সদরের নিভৃতপল্লী ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন বিজয় সরকার।

তার বাবার নাম নবকৃষ্ণ অধিকারী ও মা হিমালয়া দেবী। তিনি একাধারে গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন।

শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হন এ চারণকবি।

বিজয় সরকার নবম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন, মতান্তরে মেট্রিক পর্যন্ত। তার দুই স্ত্রী বীণাপাণি ও প্রমোদা অধিকারীর কেউ বেঁচে নেই। তার দুই ছেলে কাজল ও বাদল অধিকারী ভারতে বসবাস করেন।

মুক্তিযুদ্ধের গানসহ ১৮০০ বেশি গান লিখেছেন তিনি। প্রকৃত নাম বিজয় অধিকারী হলেও সুর, সঙ্গীত ও অসাধারণ গায়কী ঢঙের জন্য ‘সরকার’ উপাধি লাভ করেন। ‘পাগল বিজয়’ হিসেবে অধিক পরিচিত তিনি।

কবির উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে- সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, তুমি জানো নারে প্রিয় তুমি মোর জীবনের সাধনা, পোষা পাখি উড়ে যাবে সজনী উল্লেখযোগ্য। অসংখ্য গান লেখার পাশাপাশি দিয়েছেন সুর। এছাড়া নিজেই গেয়েছেন সেসব।

বার্ধক্যজনিত কারণে ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর ভারতের হাওড়ার বেলুডে পরলোকগমন করেন তিনি। পশ্চিমবঙ্গের কেউটিয়ায় তাকে সমাহিত করা হয়।  

বাংলাদেশ সময়: ০৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।