ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

‘বঙ্গবন্ধু ভালোবাসার অপর নাম’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
‘বঙ্গবন্ধু ভালোবাসার অপর নাম’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা: সাবেক ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা প্রয়াত দুরন্ত বিপ্লব রচিত ‘বঙ্গবন্ধু ভালোবাসার অপর নাম’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে গণভবনে তিনি বইটির মোড়ক উন্মোচন করেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস সাংবাদিকদের জানান, বইটির মোড়ক উন্মোচনকালে দুরন্ত বিপ্লবের মা রোকেয়া আক্তার খাতুন, ভাই দূর্জয় বিপ্লব এবং বোন শাশ্বতী বিপ্লব উপস্থিত ছিলেন।

প্রয়াত দুরন্ত বিপ্লব ছিলেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় উপ-কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সদস্য এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

অমর একুশে বইমেলার ৬৭, ৬৮ ও ৬৯ নম্বর স্টলের শ্রাবণ প্রকাশনীতে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত ১৪টি কবিতার এ বইটি পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
এমইউএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।