ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

জার্মান সাহিত্য বিষয়ক বিশ্বসাহিত্য পরিক্রমা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, জুন ৮, ২০২৩
জার্মান সাহিত্য বিষয়ক বিশ্বসাহিত্য পরিক্রমা অনুষ্ঠিত

ঢাকা: বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জার্মান সাহিত্য নিয়ে বিশ্বসাহিত্য পরিক্রমা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জুন) রাত ৮টায় অনলাইনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

বৃহস্পতিবার (৮ জুন) এ খবর জানিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

সভায় প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট গবেষক ও অনুবাদক মুহাম্মদ তানিম নওশাদ।  

আলোচক হিসেবে ছিলেন বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক  সৈকত হাবিব। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

জার্মান সাহিত্যে দর্শনের প্রভাব বিষয়ে তানিম নওশাদের আলোচনায় উঠে আসে জার্মান সাহিত্যের অতীত ও বর্তমান।  

জার্মান সাহিত্য সম্পর্কে তিনি বলেন, জার্মানির সাহিত্যে কেবল ইউরোপিয়ান ঘটনাপ্রবাহ নয়, এখানে ওঠে এসেছে বিশ্বের বিভিন্ন অংশ, বিশেষ করে প্রাচীন ভারতীয় আখ্যান ও কৃষ্টি সভ্যতার বহু অনুষঙ্গ।

একাডেমির মহাপরিচালক বলেন, বিশ্বসাহিত্যকে জানার মধ্য দিয়ে আমারা বিশ্বের নানা দেশের সাহিত্য ও শিল্প-ভাবনা বিনিময়ের একটি সেতুবন্ধ গড়ে তুলতে চাই, যার মাধ্যমে আমাদের মননশীলতার বিকাশ ঘটবে এবং বিশ্ববোধের আলোকস্পর্শে আমরা ঋদ্ধ হতে পারবো।

জার্মান সাহিত্য বিষয়ক বিশ্বসাহিত্য পরিক্রমা অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে ছিলেন সৌম্য সালেক।

সাহিত্য ও সংস্কৃতিচর্চার সঙ্গে সম্পৃক্ত সভ্যজনদের সঙ্গে বিশ্বসাহিত্যের পরিচয় ও মেলবন্ধন সৃষ্টি করা এবং শিল্পের মানুষের ভাবনার উৎকর্ষ সাধন এই আয়োজনের মূল উদ্দেশ্য। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নিয়মিত কর্মসূচি হিসেবে পৃথিবীর বিভিন্ন ভাষার এবং অঞ্চলের সাহিত্য নিয়ে এই আলোচনা অনুষ্ঠিত হয়ে আসছে।  

এর আগে বিশ্বসাহিত্য পরিক্রমা অনুষ্ঠিত হয়েছে চীন, স্পেনিশ, রুশ, ফার্সি, আরবি, ইংরেজি এবং আফ্রিকা অঞ্চলের ভাষা ও সাহিত্য নিয়ে।

বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, জুন ০৮, ২০২৩
এইচএমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।