ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

শব্দঘর-নির্বাচিত সেরা বই পুরস্কার ও লেখক সম্মাননা

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
শব্দঘর-নির্বাচিত সেরা বই পুরস্কার ও লেখক সম্মাননা

দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সেরা বইয়ের পুরস্কার ও লেখক সম্মাননার আয়োজন করেছে সাহিত্য সংস্কৃতির মাসিক পত্রিকা শব্দঘর।  

আগামী ২৩ জানুয়ারি মঙ্গলবার বিকাল ৫.৩০ টায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তনে লেখকদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হবে।

 

এবার শব্দঘর-নির্বাচিত সেরা বইয়ের পুরস্কার পাচ্ছেন যারা:
কথাসাহিত্য: নির্বাচিত গল্প, শাহনাজ মুন্নী (চৈতন্য, ২০২২)
কবিতা: ব্রাসেলসের সন্ধ্যাটি ছিল মনোরম, মিনার মনসুর (কথাপ্রকাশ ২০২২)
প্রবন্ধ: লোকসংস্কৃতি চর্চা, মাহবুবুল হক (আগামী প্রকাশনী ২০২২)
অনুবাদ: নৈঃশব্দ্যের সংলাপ, এমদাদ রহমান (জলধি ২০২১)

প্রাবন্ধিক মফিদুল হক ও কথাসাহিত্যিক মঞ্জু সরকারকে দেওয়া হবে সম্মাননা।  

শব্দঘর-নির্বাচিত সেরা বইয়ের জন্য সাহিত্যসত্তায় উজ্জ্বল একদল অনুসন্ধিৎসু পাঠক বছরব্যাপী প্রকাশিত ভালো বইয়ের সন্ধান দিয়ে থাকেন। পরবর্তীপর্যায়ে জ্যেষ্ঠ কবি-কথাসাহিত্যিক, গবেষক-বিদগ্ধজনের বিশ্লেষণ-বিবেচনার ভিত্তিতে নির্বাচিত হয় ‘সেরা বই’। প্রত্যেক ক্যাটাগরিতে প্রাথমিকভাবে তিনটি বই বাছাই করা হয়। এর মধ্য থেকে তিন বিজ্ঞজন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন।

উল্লেখ্য যে সেরা বই ঘোষণার জন্য প্রকাশক বা লেখকের কাছ থেকে কোনও গ্রন্থ জমা দেওয়ার আহ্বান জানানো হয় না।

এবার শব্দঘর-এর একাদশতম জন্মদিন সংখ্যা উৎসর্গ করা হয়েছে প্রাবন্ধিক মফিদুল হক এবং কথাসাহিত্যিক মঞ্জু সরকারকে। তাদের সংবর্ধনারও আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন, সভাপতিত্ব করবেন শব্দঘর উপদেষ্টা চিত্রশিল্পী রফিকুন নবী।

শব্দঘর-এর একাদশতম জন্মদিন উদযাপন-উৎসবে অতিথিদের নিয়ে কেক কাটবেন শব্দঘর-এর প্রকাশক।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।